Site icon Jamuna Television

মদ ভেবে স্যানিটাইজার পানে কয়েদির মৃত্যু

মদ ভেবে স্যানিটাইজার পানে এক কয়েদির মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতের কেরালায়।
বৃহস্পতিবার পালাক্কাদ জেলা হাসপাতালে রমণকুট্টি নামে ওই কয়েদির মৃত্যু হয়। খবর এনডিটিভি।

জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী ছিলেন রমণকুট্টি। রাজ্য সরকারের নির্দেশে বর্তমানে ওই কারাগারে স্যানিটাইজার উৎপাদনের কাজ চলছে। গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রমণকুট্টি। পরে মারা যান। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে জেলখানায় উৎপাদিত স্যানিটাইজার পান করেছিলেন ওই কয়েদী।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version