Site icon Jamuna Television

বিদেশি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিলো চীন

বিদেশি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে চীন। করোনাভাইরাস প্রতিরোধে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। আজ শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে এ নির্দেশ।

গতকাল রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, ‘অন্তবর্তীকালীন ব্যবস্থা’ হিসেবে বিদেশিদের দেওয়া এন্ট্রি ভিসা স্থগিত করা হবে।’

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, চীনের ভেতরে নতুন করে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত না হলেও বাইরে থেকে আক্রান্তরা প্রবেশ করছেন। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাস মোকাবেলায় প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসেবে চীন বর্তমানে বৈধ ভিসা ও বসবাসের অনুমতি নেওয়া বিদেশিদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

Exit mobile version