Site icon Jamuna Television

মাছ ধুতে গিয়ে পা পিছলে পুকুরে, দুই শিশুর মৃত্যু

পাবনার দোগাছি ইউনিয়নের ধবকোলা গ্রামের শেখপাড়াতে পানিতে দুজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরা হলো শাকিব (১০) ও জিসান (৯)।

আজ বেলা সাড়ে বারোটার দিকে এঘটনা ঘটে। জানা যায়, আশেপাশের কোন জায়গা থেকে মাছ ধরে এনে তারা বাড়ির পাশের একটি পুকুরে মাছগুলো ধোঁয়ার কাজ করছিলো। এ সময়ে হয়তো পা পিছলে পড়ে যায় একজন। অন্যজন তাকে ধরার চেষ্টা করতে গিয়ে সেও পড়ে যায় পানিতে।

জিসান উক্ত এলাকার ইয়াকুব মোল্লার ছেলে ও শাকিব একই এলাকার রোজদার আলী খোকনের ছেলে। সম্পর্কে শিশু দুটি খালাতো ভাই বলে জানান এলাকাবাসী। গ্রামের মসজিদ থেকে মাইকিং শুনে এলাকাবাসী তাদেরকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version