Site icon Jamuna Television

আস্থার প্রতিদান দিতে চাই: মোস্তাফা জব্বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা এবং বিশ্বাস থেকে দায়িত্ব দিয়েছেন সঠিকভাবে পালন করে তার প্রতিদান দিতে চান বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি। মোস্তাফা জব্বার আরও বলেন, প্রথম ৭ দিন মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করবো। তারপর থেকেই শুরু করবেন কাজ। আগের ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করলেন নতুন এই মন্ত্রী।

সরকারের মেয়াদের শেষ বছরে মন্ত্রিসভার সম্প্রসারণে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী শপথ নেন ২ জানুয়ারি। নতুন মন্ত্রীরা হলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ন চন্দ্র চন্দ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার, লক্ষ্মীপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা এ কে এম শাহজাহান কামাল এবং রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী।

Exit mobile version