Site icon Jamuna Television

‘সরকারের প্রশ্রয়েই বাড়ছে ধর্ষণ’

সরকার সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে বলেই, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

বগুড়ায় মা-মেয়ে নির্যাতনের প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যোগ দেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আত্মসম্মান থাকলে বগুড়ার ঘটনার পর সরকার পদত্যাগ করত। সমাজ ব্যবস্থা ধংস হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, এর পুরো দায় সরকারের। মানববন্ধনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভয়-আতংকে মানুষ এখন প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না।

Exit mobile version