Site icon Jamuna Television

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে

গ্যাটকো দুর্নীতি মামলা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে বিচারিক আদালতে মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।

ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্যাটকো ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে মামালা করে দুদক।

পরে মামলাটি জরুরি আইনে অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্চ ও বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে রিট করেন খালেদা জিয়া। আবেদনের শুনানি নিয়ে খালেদা ও কোকোর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

এরপর ২০১৫ সালে মামলা সচল করতে রুল শুনানির আবেদন জানায় দুদক। রুলের শুনানি শেষে গত বছরের ৫ আগস্ট মামলার বিচারিক কার্যক্রম চলবে বলে রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে গত বছরের ১০ মে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

/কিউএস

Exit mobile version