Site icon Jamuna Television

বরিসের পর করোনা ধরা পড়লো ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীরও

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ আক্রান্তের খবরের কয়েক ঘণ্টা পর জানা গেলো দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

বিষয়টি টুইট করে জানিয়েছেন ম্যাট হ্যানকক। শুক্রবার সন্ধ্যায় লেখেন, করোনাভাইরাসের লক্ষণ ছিল না শরীরে। তবে পরীক্ষায় করোনা ভাইরাস ধরে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করবো।

তিনি দেশটির স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন সকল নাগরিককে। এর আগে, আজ শুক্রবার বিকেলের দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষা করেছেন তিনি। তার করোনা পজিটিভ পাওয়া গেছে। আইসোলেশনে থেকে সরকার পরিচালনার ঘোষণা দিয়েছেন বরিস।

এদিকে, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাজ্যে ১১ হাজার ৮১৬ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫৮০ জন।

Exit mobile version