Site icon Jamuna Television

কুয়েতে এবার ট্যাক্সি চলাচলও বন্ধ

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার রোধে কুয়েতে বাসের পর এবার ট্যাক্সি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শুক্রবার থেকে দেশটিতে ট্যাক্সি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

বৃহস্পতিবার কুয়েতের মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

স্থানীয় আরব টাইমস পত্রিকার এক সংস্করণের এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদে আরও উল্লেখ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশটিতে এর আগে থেকে গণ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ১২ মার্চ সন্ধ্যায় কুয়েত স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশ ক্রমে কুয়েত সরকার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করে। একইসঙ্গে সব অফিস, ব্যাংক, রেস্টুরেন্ট ও কফি শপ বন্ধ ঘোষণা করা হয়।

কুয়েতে এ পর্যন্ত মোট ২০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন।

Exit mobile version