Site icon Jamuna Television

করোনা আক্রান্তের কথা জানিয়ে উল্টো তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী!

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই নিজের সিদ্ধান্তে গিয়েছেন আইসোলেশনে। তিনি নিজেই এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু তাতেও সমবেদনার বদলে উল্টো তোপের মুখে পড়েছেন তিনি!

টুইটে বরিস জনসন জানান, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখতে পাই, পরে টেস্ট করলে তা পজেটিভ আসে।

আর এতেই চটেছেন দেশটির কিছু মানুষ। কীভাবে তিনি কোভিড-১৯ পরীক্ষার সুযোগ পেলেন সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। জনসনের বক্তব্যের নিচে রীতিমত ঝড় তুলেছেন অনেকেই। তারা বলছেন, যখন জাতীয় স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছেন তারা সুযোগ পাচ্ছেন না। তখন কীভাবে প্রধানমন্ত্রী টেস্ট করার সুযোগ পান?

অনেক চিকিৎসকও করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন না- এমন অভিযোগ উঠেছে ব্রিটেনে। ডা. মার্টন নামের একজন চিকিৎসক জনসনের উদ্দেশে লিখেছেন, মৃদু উপসর্গ নিয়ে মানুষ কী পরীক্ষা করার সুযোগ পাচ্ছে, মিস্টার জনসন? চিকিৎসার কাজে যারা নিয়োজিত? অবশ্যই তাদের সুযোগ পাওয়া উচিত। যারা আক্রান্ত তাদের কি খুঁজে বের করা হয়েছে? মনে হয় খুব দেরি হচ্ছে। প্রতিদিন যে ২৫ হাজার টেস্টের কথা বলা হচ্ছে কোথায় গেল সেগুলো?

Exit mobile version