Site icon Jamuna Television

করোনায় আর্থিক সংকটে অস্ট্রেলিয়ার ক্রিকেট; ২৩ জনকে ছাঁটাই

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। থমকে গেছে জনজীবন। ছোঁয়াছে এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। করোনাভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়েছে সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসএসিএ)। বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকারের জেনারেল ম্যানেজার স্টিভ ব্যালাডসহ ১৬ জন কর্মী ও সাতজন ঠিকাদারকে চাকরিচ্যুত করেছে এসএসিএ। এছাড়াও,  বোর্ডের বাকি সব কর্মীর বেতন ২০ শতাংশ কমিয়ে দিচ্ছে তারা। এই তালিকায় আছেন প্রধান নির্বাহী কিথ ব্র্যাডশও। বিষয়টি নিশ্চিত করেছে এসএসিএ সভাপতি অ্যান্ড্রু সিনক্লেয়ার।

রাজ্য দলের প্রধান কোচ খোঁজার প্রক্রিয়াও আপাতত বন্ধ রেখেছে তারা। পারস্পরিক সমঝোতায় জেমি সিডন্স চাকরি ছাড়ার পর নতুন কোচের খোঁজ চলছিল। সিডন্স একসময় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ।

Exit mobile version