Site icon Jamuna Television

যশোরে পোল্ট্রি নিয়ে গুজব, বেচাকেনায় ধ্বস

করোনা আতঙ্কের প্রভাব পড়েছে পোল্ট্রি শিল্পে। মুরগীর মাধ্যমে ভাইরাসটি ছড়ায় এমন গুজবে যশোরে কেনাবেচা একেবারেই কমে গেছে, এরইমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক ছোট খামার।

হ্যাচারিগুলোতে উৎপাদিত এক দিন বয়সী মুরগীর বাচ্চা বিনামূল্যেও নিতে চাইছেন না অনেক খামারি। এরফলে বড় ধরণের লোকসানের শঙ্কায় হ্যাচারি ও ফিড কোম্পানিগুলো। একদিন বয়সী প্রতিটি মুরগীর বাচ্চার দাম ৩৫ টাকা, অথচ বিনামূল্যেও নিতে চাইছেন না খামারিরা।

খামারিরা বলছেন, আতঙ্কের কারণে বাজারে ক্রেতা কমেছে। চাহিদা কমায় গুণতে হচ্ছে লোকসান। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক পোল্ট্রি খামার। এদিকে বিপাকে পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অপেক্ষায় সবাই।

যশোরের ৫টি হ্যাচারিতে প্রতিদিন ৪ লাখ মুরগীর বাচ্চা উৎপাদন হয়। জেলায় ছোটবড় খামার আছে প্রায় এক হাজার।

Exit mobile version