Site icon Jamuna Television

অবশেষে ‘পদ্মাবত’ নামে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’ সিনেমা

আগামী ৯ ফেব্রুয়ারি ‘পদ্মাবতী’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও ইতিহাস বিকৃতির অভিযোগে রাজপুত কারণি সেনাদের আন্দোলনের মুখে সিনেমাটি মুক্তি দেয়নি ভারতীয় সেন্সরবোর্ড ।

পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ায়, ইতিহাসবিদ, চলচ্চিত্র বিশেষজ্ঞ ও রাজপুত সম্প্রদায়দের সদস্যদের নিয়ে বিশেষ কমিটি গঠন করে সিনেমাটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারতীয় সেন্সরবোর্ড।

সিবিএফসি প্রধান প্রসূন যোশীর নেতৃত্বে ২৮ ডিসেম্বর এক বিশেষ বৈঠকে সঞ্জয় লীলা বনসালী নির্মিত ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে একটি বিশেষ রিভিউ কমিটি। কমিটির সদস্যদের মতামত গুরুত্ব দিয়ে সিনেমাটির বেশকিছু দৃশ্য পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় ।

বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সিনেমাটি মুক্তি পাবে ‘পদ্মাবত’ নামে। একই দিন মুক্তি পাবে আনুশকা শর্মা অভিনীত সিনেমা ‘পরী’।

নির্মাতা বানসালী জানিয়েছিলেন, ষোড়শ শতকের বিশিষ্ট সূফি কবি মালিক মহম্মদ জয়শীর বিখ্যাত কবিতা ‘পদ্মাবত’ থেকেই অনুপ্রাণিত হয়েই এই চলিচ্চিত্রটি নির্মাণ করছেন তিনি।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ

 

Exit mobile version