Site icon Jamuna Television

পদ্মা সেতুর ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান

শরীয়তপুর প্রতিনিধি:

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসানো হয়েছে ২৭ তম স্প্যান। শনিবার সকাল ১০টার সময় ২৭ ও ২৮ নম্বর পিলারের ওপর বসানো হয় এই স্প্যানটি। এর ফলে ৪ হাজার ৫০ মিটার দৃশ্যমান হলো।

জাজিরা প্রান্তে একটানা ১৫টি স্প্যান বসানোর ফলে টানা ২কিলোমিটার দৃশ্যমান হলো। এছাড়াও জাজিরা ও মাওয়া প্রান্তে বিচ্ছিন্নভাবে আরও ১২ টি স্প্যান বসানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

শুক্রবার মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৭তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশ্যে আনা হয়েছিল। নির্ধারিত পিলার ২৭ ও ২৮ বরাবর অবস্থান নেয়। এরপর গতকালের কাজ শেষ করা হয়। শুক্রবার সকাল থেকেই শ্রমিক ও প্রকৌশলীরা স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরু করে। স্প্যান বসানোর পাশাপাশি রোড স্ল্যাব ও রেল স্ল্যাব বসানোর কাজও চলছে।

Exit mobile version