Site icon Jamuna Television

৩ বৃদ্ধকে শাস্তি দেয়ার ঘটনায় বিতর্কিত এসি ল্যান্ড সাইয়েমাকে প্রত্যাহার

যশোরের ভ্রাম্যমান আদালতে ৩ বৃদ্ধকে শাস্তি দেয়ার ঘটনায় বিতর্কিত এসি ল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহারের পর সাইয়েমাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সচিব আরো জানান, একইসাথে তিন বৃদ্ধের কাছে ক্ষমা প্রার্থণা ও তাদের ঘরে খাবার আছে কিনা তার খোঁজ নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

এসময় করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে আচরণবিধি মেনে চলার নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, মাস্ক না পরে বাইরে বের হওয়ায় গতকাল মনিরামপুরে তিন বৃদ্ধকে শাস্তি দেন, এসিল্যান্ড সাইয়েমা হাসান। পরে ওই ছবি তার মোবাইলে ধারণ করেন এবং ইন্টারনেটে ছড়িয়ে দেন। রাতে ছবিটি সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়লে সামলোচনার ঝড় ওঠে দেশজুড়ে।

Exit mobile version