Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোন এসেছে ৩৪৫০ টি, নমুনা পরীক্ষা হয়েছে ৪২ টি

গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) কোভিড১৯ সংক্রান্ত ফোনকল এসেছে ৩৪৫০টি। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ৪২ টি।

আজ শনিবার মহাখালীতে আয়োজিত এক অনলাইন ব্রিফিংএ এ তথ্য দেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

এসময় তিনি বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আইইডিসিআর ২০৬৮টি নমুনা পরীক্ষা করেছে।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। এবং আক্রান্তদের মধ্যে আরও ৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৮ জন।

Exit mobile version