Site icon Jamuna Television

আগুনে চার দোকান ছাই

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে কোমরপুর বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো হলো আমিরুল ইসলামের মুদিখানার
দোকান, এজাজ ফার্মেসি, আতিয়ার হোটেল, বজাই ফার্নিচার ও আতিকের চায়ের দোকান।

স্থনীয় দোকানদাররা জানান, বাজারের চারটি দোকানে আগুন লেগে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসি অগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পাবনা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেরঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

পাবনা ফায়ার সার্ভিসের ইনচার্জ শেখ মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেরঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে।

Exit mobile version