Site icon Jamuna Television

পিকআপ ভ্যানের ধাক্কায় রিক্সা চালক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ডিম ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় এক রিক্সা চালক নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। আজ শনিবার দুপুরে কাশিয়ানীর রাতইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কারের সাথে প্রথমে ধাক্কা লাগে রিক্সা-ভ্যানের। পরে গোপালগঞ্জগামী একটি ডিম ভর্তি পিকআপের সাথে ধাক্কা লাগে ভ্যান গাড়িটির। পিকআপটি নিয়ন্ত্রণে রাখতে না পেরে রাস্তার উপরই উল্টে যায় এবং ভ্যান চালককে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ওই রিক্সা চালক নিহত হয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

Exit mobile version