Site icon Jamuna Television

করোনা পরিস্থিতিতে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা

করোনা পরিস্থিতিতে ডেসকোর বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

আজ শনিাবর সকালে নানা অভিযোগ নিয়ে ভাটারা থানার পাশের ডেসকো অফিসে হাজির হন গ্রাহকরা।

গ্রাহকরা বলেন, কার্ড রিচার্জ করার পরও মিটারে কার্যকর হচ্ছে না। ব্যাংক বন্ধ থাকায় এজেন্টদের কাছেও রিচার্জ সুবিধা পাচ্ছেন না তারা।

বেশিরভাগ গ্রহকের অভিযোগ, রিচার্জ সার্ভিস দেয়ার নামে অতিরিক্ত টাকাও আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে। ঘটনাস্থলে গিয়ে বাড়তি অর্থ আদায়ের সত্যতাও পাওয়া গেছে।

Exit mobile version