Site icon Jamuna Television

করোনায় অসহায়-দরিদ্রদের জন্য ৫০ লাখ রুপি দান করলেন শচীন

অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। করোনা ৫০ লাখ রুপি দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি টেন্ডুলকার।

কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ করে মোট ৫০ লাখ রুপি দান করেছেন টেন্ডুলকার।

এর আগে টেন্ডুলকার ছাড়াও তাঁর সাবেক সতীর্থ, বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন। তিনি তাঁর রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর দরিদ্র শিশুদের জন্য ৫০ লাখ রুপির সমপরিমাণ চাল সরবরাহের কথা ঘোষণা দেন।

এছাড়াও ইরফান পাঠান ও ইউসুফ পাঠান বারোদা পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে চার হাজার মাস্ক দিয়েছেন।

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুণের এক এনজিওর মাধ্যমে এক লাখ রুপি দান করে শিকার হয়েছেন সমালোচনার।

Exit mobile version