Site icon Jamuna Television

করোনা মহামারির মধ্যেও মাঠে ক্রিকেট ফেরাতে চায় ইংল্যান্ড!

করোনা মহামারির মধ্যেও মাঠে ক্রিকেট ফেরাতে চায় ইংল্যান্ড। যদিও দেশটির প্রধান মন্ত্রী বরিস জনসনের পর কোভিট ১৯-এ আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী। লকডাউন গোটা দেশ।

সূচী অনুযায়ী আগামী জুনে টেস্ট খেলতে ইংল্যান্ডে আসার কথা উইন্ডিজের। ৪ জুন ওভালে টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও সবকিছুই এখন অনিশ্চিত করোনাভাইরাসের প্রভাবে। আগেই ২৮ মে পর্যন্ত সব ধরনের পেশাদার ক্রিকেট স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড।

তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো যায় সেই চিন্তাভাবনাও শুরু করে দিয়েছে ইসিবি। দর্শকবিহীন মাঠ হলেও খেলা আয়োজন করতে চায় ইংল্যান্ড।

এই অবস্থায় যাদের মাঠে আসতেই হবে, তাঁদের করোনাভাইরাস পরীক্ষা করে ঢোকানোর চিন্তাভাবনাও করছে ইসিবি।

Exit mobile version