Site icon Jamuna Television

রৌমারীতে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা’র করা মামলায় হোসেন আলী (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হোসেন আলী রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম এলাকার মৃত কোরবান আলীর ছেলে।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায় শিশুটির মা। যাওয়ার সময় শিশুটিকে কোলে নিয়েছিল প্রতিবেশী হোসেন আলী। শিশুটিকে তার কাছে রেখে যান মা।

এ সময় পাশের বাড়িতে নিয়ে শিশুটির উপর নির্যাতন চালালে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সুযোগ বুঝে পালিয়ে যায় হোসেন আলী। পরে রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেছেন। রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, চিকিৎসকের কাছে নিশ্চিত হয়ে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version