Site icon Jamuna Television

করোনায় রাশিয়াতে উল্টো চিত্র, মৃত্যুর হার শূন্যের কোঠায়!

করোনাভাইরাসে চীন-যুক্তরাষ্ট্রসহ পুরো উন্নত বিশ্ব যখন মৃত্যুপুরী, তখন রাশিয়ায় এ রোগে মৃতের সংখ্যা মাত্র চার। এক হাজারের বেশি আক্রান্ত হলেও, মৃত্যুর হার শূন্য দশমিক চার। পুতিন প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠলেও, রুশ কর্তৃপক্ষের দাবি- সঠিক সময়ে ব্যবস্থা নেয়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে।

রাষ্ট্রবিজ্ঞানী ইভান প্রিব্রাঝেনস্কি জানান, হয়তো খুব শিগগিরই পরিস্থিতির প্রকৃত ভয়াবহতা আমাদের সামনে আসবে। মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, জাতীয় অর্থনীতি ধসের মুখে পড়লে তখন পুতিনের চারপাশে ভিড় করে ঐক্য আর সামাজিক দূরত্বের নামতা পড়বেন প্রশাসনের কর্মকর্তারা।

পরাশক্তি হিসেবে বিবেচিত নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশের মধ্যে, কেবল রাশিয়াতেই কোভিড নাইনটিনে মৃত্যুহার শূন্যের কোঠায়। অথচ ভাইরাসের উৎসস্থল চীনসহ রাশিয়ার নিকটতম প্রতিবেশী ১৬ দেশের সবগুলোতেই ভয়াবহভাবে ছড়িয়েছে ছোঁয়াচে রোগটি।

অ্যালিয়েন্স অব ডক্টরসের প্রধান ড. অ্যানেস্তেজি ভ্যাসিলিভা বলেন, রাশিয়ার স্বাস্থ্যসেবাখাত করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুত নয়। তাই করোনাভাইরাসকে নিউমোনিয়া বলে চালিয়ে দিচ্ছে সরকার। শুধু মস্কোতে ১৫টি হাসপাতাল নিউমোনিয়ার জন্য আলাদা করা হয়েছে। তিনটিতে করোনাভাইরাসের চিকিৎসা হচ্ছে। এতেই স্পষ্ট পরিস্থিতি কতোটা শোচনীয়।

সংক্রমণ তেমন ব্যাপক না হলেও, প্রস্তুতির কমতি নেই রুশদের। প্রেসিডেন্ট পুতিন নিজে দেখা করেছেন, করোনা আক্রান্তদের সাথে। মস্কোতে শুরু হয়েছে সাড়ে ৬শ’ শয্যার বিশেষায়িত হাসপাতাল তৈরির কাজ। সরকারি হিসেবে, রাজধানীতে চলতি বছর জানুয়ারিতে গেল বছরের তুলনায় নিউমোনিয়ার রোগী বেড়েছে ৩৭ শতাংশ। প্রশাসনের দাবি, এর সাথে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, শুরু থেকেই সর্বোচ্চ সতর্ক আমরা। মহামারির প্রথম সপ্তাহেই আঞ্চলিক ও জাতীয়-উভয় পর্যায়ে জনগণের চলাচল সীমিত করে ফেলা হয়। তাই সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। অন্যান্য দেশ ভাইরাসের বিরুদ্ধে অনির্দিষ্টকালের যুদ্ধ ঘোষণা করলেও ভাইরাস নির্মূলে আমাদের তিন মাসের বেশি সময় দরকার হবে না।

ভাইরাসের বিস্তার রোধে শুক্রবার থেকে বিশ্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করেছে রাশিয়া।

Exit mobile version