Site icon Jamuna Television

সিলেটে প্রতিপক্ষের ছুরির আঘাতে যুবক খুন

সিলেট মহানগরীর রায়নগরে প্রতিপক্ষের ছুরির আঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার বিকেলে ওই যুবকের বাসার সামনেই এ খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সিলেট মহানগরীর রায়নগর এলাকার বসুন্ধরা-৫ নং বাসার মুক্তাদির ইসলামের ছেলে শাহিন ইসলাম এর উপর তার বাসার সামনেই প্রতিপক্ষ কতিপয় যুবক অতর্কিত হামলা করে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে।

এসময় শাহিনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে ছুরিকাঘাতকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানিয়েছেন জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত শাহিনের ভাই লাহিন ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে পাড়ার কয়েকজন ছেলে শাহিনকে হত্যা করে।

Exit mobile version