Site icon Jamuna Television

৫০ হাজার মানুষকে একমাসের খাবার দেবেন সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটির ৫০ হাজার মানুষকে একমাসের খাবার দিবেন মেয়র সাঈদ খোকন। আজ বিকেলে বাহাদুর শাহ পার্কে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ সিটির মেয়র।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই হতদরিদ্র মানুষের পাশে আছে সরকার। এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মেয়র। দেশের এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ওয়ার্ড কাউন্সিলররা হতদরিদ্রদের তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকা ধরেই সবার কাছে পৌঁছে যাবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এছাড়া করোনা থেকে বাঁচাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মেয়র সাঈদ খোকন।

Exit mobile version