Site icon Jamuna Television

হাবিবুল বাশারের মায়ের মৃত্যু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন মা হারিয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে তার মা রিজিয়া বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে স্থবির সারাদেশের জনজীবন। এর মাঝেই অসুস্থ মাকে দেখতে কয়েকদিন আগে কুষ্টিয়ায় নিজ বাড়ি যান বাশার। দেখে যথারীতি ঢাকায় ফেরেন তিনি। সেটিই মায়ের সঙ্গে শেষ দেখা হয়ে থাকল বাংলাদেশ সাবেক অধিনায়কের। তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ২০১৮ সালের ৩০ জানুয়ারি বাবাকে হারিয়েছেন বাশার। কয়েক বছর আগে মেজ ভাই একরামুল বাশার তুহিনও তাকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি ছিলেন সাবেক নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের একসময়ের গোলরক্ষক। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন একরামুল।

Exit mobile version