Site icon Jamuna Television

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি। প্রতিদিনই মৃত্যুর রেকর্ড গড়ছে দেশটি। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে এখন পর্যস্ত মারা গেছে ১০ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলো ৯১৯ জন। পরের দিন এখন পর্যস্ত মারা গেছে ৮৮৯ জন।

এদিকে, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৯৪০ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ছাড়িয়েছে হাজারের ঘর। স্পেনে আরও ৬৭৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৮১২ জনের। ইরানে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫১৭ জন।

Exit mobile version