Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩১ হাজার ছুঁইছুঁই

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩১ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৬ লাখ ৬২ হাজারের বেশি।

২৪ ঘণ্টার ব্যবধানে সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখলো বিশ্ব। ইতালিতে সর্বোচ্চ ৮৮৯ জন প্রাণ হারিয়েছেন প্রাণঘাতী মহামারীতে। দেশটিতে ১০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা; আক্রান্ত ৯২ হাজারের বেশি। প্রতিবেশি স্পেনেও একদিনে মারা গেছেন ৮৪৪ জন।

এদিকে, দ্রুতগতিতে ভাইরাস বিস্তারে হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এরইমধ্যে এক লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। যাদের বেশিরভাগই নিউইয়র্ক, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার অধিবাসী। যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫১৫ জনের। নতুন করে ১৯ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি। বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চল বর্তমানে মহামারির করোনা সংক্রমণের শিকার।

Exit mobile version