Site icon Jamuna Television

হোম কোয়ারেন্টাইনে থেকে অবসাদগ্রস্ত: নগ্ন যুবকের কামড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে ২১ দিনের লকডাউন করা হয়েছে। পাশাপাশি বিদেশ থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। এই অবস্থায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক যুবক অবসাদগ্রস্ত হয়ে বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় বেরিয়ে পড়ে বাড়ির বাইরে শুয়ে থাকা ৯০ বছরের এক বৃদ্ধার গলা কামড়ে ধরে। অতর্কিতে হওয়া এই আক্রমণের জেরে বিকট চিৎকার করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এসময় ওই যুবককে আটক করে পুলিশে দেয়া হয়।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থেনি জেলায়। ওই যুবক একজন কাপড়ের ব্যবসায়ী। সম্প্রতি তিনি ব্যবসার প্রয়োজনে শ্রীলঙ্কা গিয়েছিলেন। গত সপ্তাহে সেখান থেকে ফিরে আসার পরেই সরকারি নির্দেশ মেনে তাকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। এরপর টানা এক সপ্তাহ গৃহবন্দি অবস্থাতেই ছিল সে।

Exit mobile version