Site icon Jamuna Television

ক্রেতা কাশি দেয়ায় ২৬ লক্ষ টাকার সবজি ফেলে দিল সুপারশপ কর্তৃপক্ষ!

করোনা আতঙ্কে গোটা বিশ্ব। পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করে চলেছে সব দেশ। আর শুধুমাত্র
এই সংক্রমণ এড়াতে ২৬ লক্ষ টাকার সামগ্রী ফেলে দিলেন পেনসিলভ্যানিয়ার এক ব্যবসায়ী।

পেনসিলভ্যানিয়ার হ্যানোভা সুপার মার্কেটে একটি গ্রসারি শপ রয়েছে। সেখানে প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়েছিলেন এক মহিলা। আচমকা কাশি শুরু হয় তাঁর। মহিলা কাশছেন নজরে পড়তেই পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ। এরপরই সংক্রমণ ছড়ানোর ভয়ে খালি করে দেওয়া হয় গোটা দোকান। ৩৫ হাজার মার্কিন ডলারের খাবার ফেলে দেন দোকান মালিক। যার দর ২৬ লক্ষ টাকা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এভাবে খাদ্য অপচয় অনভিপ্রেত হলেও কার্যত বাধ্য হয়েই এত টাকার সামগ্রী নষ্ট করতে বাধ্য হয়েছেন ওই ব্যক্তি।

এরপরই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ, মজা করেই গ্রসারি শপে গিয়ে কেশেছিলেন ওই মহিলা এমনটাই দাবি কর্তৃপক্ষের।

Exit mobile version