Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রবাসী বাংলাদেশি প্রাণহানির সংখ্যা বেড়ে ১২

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে। শনিবার মারা গেছেন আরও দু’জন।

নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতাল এ তথ্য নিশ্চিত করে। নিহত এ কে এম মনির উদ্দিন ষাটোর্ধ্ব; অপরজনের নাম সফিউদ্দিন বেপারি, বয়স ৫৮ বছর। গেলো পাঁচদিন তারা কুইন্স এলাকার হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। কেননা পরিবারের অন্য সদস্যদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা প্রবল। নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত নিহত প্রবাসীদের মধ্যে ৫ জন নারী। নিজস্ব তহবিল থেকেই সবার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলোর সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি সার্বিক সহযোগিতাও করছে বাংলাদেশ সোসাইটি।

Exit mobile version