Site icon Jamuna Television

‘করোনা হেলমেট’ পরে মানুষকে ভয় দেখাচ্ছে পুলিশ!

পুরো বিশ্ব যেখানে করোনার ভয়াল গ্রাসে তখন সামাজিক স্তরে সতর্কতা বাড়াতে রাস্তায় দাঁড়িয়ে সাক্ষাৎ করোনা! দেখেই ভয় পাওয়ার অবস্থা। তিনিই আবার সকলকে এই করোনা থেকে সাবধান করছেন৷ এমনটাই দেখা গেছে ভারতের চেন্নাইয়ে।

লকডাউনে রাস্তায় না বেরুনোর জন্য সকলের কাছে আবেদন রেখেছে সরকার৷ বারংবার একই কথা ঘোষণা করা হচ্ছে৷ অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার বার্তা দিচ্ছেন নেতা-মন্ত্রী, তারকা৷ কিন্তু তারপর মানুষ রাস্তায় নামছে৷ এবার তাদেরকে সাবধান করতে করোনার মতো ডিজাইন করা হেলমেট মাথায় তুলে নিল পুলিশ!

ভারতের চেন্নাইয়ের গৌতম নামের এক চিত্রকর এই বিশেষ হেলমেটটি তৈরি করেছেন। রাস্তায় বের হওয়া মানুষকে ভয় দেখাতেই এই বিশেষ হেলমেট মাথায় তুলে নেয় চেন্নাই পুলিশ৷

সচেতনার বার্তা ছড়িয়ে দিতেই এই উপায় বেছে নিয়েছে পুলিশ। ইন্সপেক্টর রাজেশ বাবু জানিয়েছেন, এতে বেশ কাজ হচ্ছে৷ অন্তত বাবা মায়ের সঙ্গে বাড়ির ছোটরা বাইরে এলে এই হেলমেট দেখে ভয় পাচ্ছে৷ তাদের মনে করোনা নিয়ে গভীর ছাপ ফেলছে বলেই মনে করছে পুলিশ৷

Exit mobile version