Site icon Jamuna Television

এই প্রথম বিড়ালের শরীরে মিললো করোনাভাইরাস!

বেলজিয়ামে এবার পোষ্য বিড়ালের শরীরেও মিলল করোনাভাইরাস! পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সত্যিই বিড়ালটি কোভিড-১৯ আক্রান্ত কি না, গবেষকেরা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

বিড়ালের করোনা সংক্রমণের এই ঘটনাটি ঘটেছে লিয়েজ প্রদেশে। ডায়েরিয়া, শ্বাসকষ্ট-সহ করোনাভাইরাসের সব লক্ষণই দেখা যায় বিড়ালটির মধ্যে। পশু হাসপাতালে ন়িয়ে গেলে, ডাক্তাররা পরীক্ষা করে জানান, পোষ্যটি করোনায় আক্রান্ত। খোঁজ নিয়ে পশু হাসপাতালের ডাক্তাররা জানতে পারেন, ওই পোষ্যের মালিকও দিন কয়েক ধরে করোনায় আক্রান্ত। মালিকের থেকেই ভাইরাসটি পোষ্যয় ছড়িয়েছে বলে ডাক্তাররা মনে করছেন। বিড়ালের মুখ থেকে তাঁরা করোনার জীবাণুও পান। আক্রান্ত বিড়লটিকে আইসোলেশনে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ডাক্তারা। বিশ্বে এটাই প্রথম বিড়ালের মধ্যে ভাইরাস সংক্রমণের ঘটনা।

পশুচিকিৎসকরা বলছেন, মালিকের থেকেই করোনার সংক্রমণ ছড়িয়েছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দৃঢ়়তার সঙ্গে জানায়, কুকুর, বিড়াল বা অন্য কোনও পোষ্য থেকে সংক্রমণ ছড়ানোর প্রমাণ নেই।

Exit mobile version