Site icon Jamuna Television

লকডাউনে ২০০ কিলোমিটার হেঁটে বাড়ি যাওয়ার পথেই মৃত্যু যুবকের!

করোনার ধাক্কায় বেকার হয়ে যাওয়া অনেকে মতো এই ব্যাক্তিও বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে ছিলেন। লকডাউনে রোজগার না থাকায় নিরুপায় হয়ে পায়ে হাঁটা শুরু করেন তিনি। বাড়ি মধ্যপ্রদেশের অখ্যাত মোরে্নায়। ভেবেছিলেন আজ নয়তো কাল ঠিক পৌঁছে যাবেন। দিল্লি থেকে ২০০ কিলোমিটার পথ হেঁটে, তিন দিনে আগ্রা পর্যন্ত চলে এসেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত জীবিত বাড়ি ফেরা আর হয়ে ওঠেনি তার। পথের ধকলে শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। ডাক্তাররা জানিয়েছেন, তিনি হার্টঅ্যাটাকে মারা গিয়েছেন।

মৃতের নাম রণবীর সিং। আগ্রা থেকে আরও ১০০ কিলোমিটার দূরত্বে ছিল তাঁর বাড়ি। দক্ষিণ দিল্লির তুঘলকাবাদের এক হোটেলে ফুড অর্ডারের কাজ করতেন তিনি।

Exit mobile version