Site icon Jamuna Television

গাছের ডালেই ‘হোম কোয়ারেন্টাইন’এ সাত যুবক

সচেতনতার নজির হিসেবে গ্রামের এক প্রান্তে গাছের ডালে মাচা বেঁধে কোয়ারেন্টাইনে ভারতের পুরুলিয়ার বলরামপুরের ভাঙ্গিডি গ্রামের সাত যুবক।

কয়েকদিন হল চেন্নাই থেকে পুরুলিয়াতে আসে এই সাত যুবক। বলরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরিক্ষার পর চিকিৎসকরা ১৪ দিন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। সেই মতে গ্রামে ফিরলেও ছোট ছোট ঘরে থাকার সমস্যার কারণেই গ্রামসংলগ্ন গাছের ডালে মাঁচা বেঁধে থাকতে শুরু করে এই সাত যুবক।

যেখানে লকডাউনে শহরের বহু মানুষকে বাড়িমুখো করতে পুলিশকে লাঠি পেটা করতে হচ্ছে, যেখানে শহরের উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা নিয়ম না মেনে মহামারিকে আমন্ত্রণ জানাচ্ছেন, সেখানে পুরুলিয়ার জঙ্গল মহলের এই সাত যুবক সচেতনতার নজির গড়লেন।

Exit mobile version