Site icon Jamuna Television

খুলনা মেডিকেলের আইসোলেশনে থাকা রোগীর মৃত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের- খুমেক আইসোলেশনে থাকা যক্ষা রোগী সুলতান শেখ মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর। সকাল সোয়া নয়টায় তিনি মারা যান।

মৃত সুলতান শেখ লড়াইল জেলার কা‌লিয়া উপজেলার পুরু‌লিয়ার গফুর শেখের ছেলে।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খুমেক হাসপাতালের ক‌রোনা আই‌সো‌লেশ‌নে ভ‌র্তি করা হ‌য়ে‌ছি‌লো তাকে ।

খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পয়েন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সুলতান শেখকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিলো। তবে তিনি যক্ষা রোগী। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানিয়েছে, তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।

Exit mobile version