Site icon Jamuna Television

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান

বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে রাজধানীতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে রাজধানীর ১৫টি মার্কেট মনিটরিং করা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষ কষ্ট পায়- এমন আচরণ না করতে ব্যবসায়ীদের অনুরোধে করেন তারা। জরিমানা নয়, সবাইকে সচেতন করাই ছিলো অভিযানের লক্ষ্য।

ভোক্তা অধিকার জানায়, বাজারে পর্যাপ্ত নিত্য মালামাল রয়েছে , করোনা অজুহাতে কোন পণ্যের দাম বাড়ানো অপরাধ।

এ সময় নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

Exit mobile version