Site icon Jamuna Television

কুষ্টিয়ার সাত মাস বয়সী সেই শিশু করোনাতে আক্রান্ত নন

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সাত মাস বয়সী সেই ছেলে শিশু করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন শিশুটির শরীর থেকে সংগৃহিত নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে শিশুটি কোভিড-১৯ এর আক্রান্ত নন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডাঃ তাপস কুমার সরকার জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে, সে অনেকটা সুস্থ। যে কারণে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর আগে ২৩ মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই শিশুকে ভর্তি করে তার পরিবার। তার বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেও সে তথ্য গোপন করে শিশুটির পরিবার। যে কারণে ডাক্তাররা শিশুটির কোভিড-১৯ পরীক্ষা করে নিশ্চিত হন।

Exit mobile version