Site icon Jamuna Television

ধামরাইয়ে কলেজ ছাত্রীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে পৃথক স্থান থেকে এক কলেজ ছাত্রীসহ দুইজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা দুই জনই আত্মহত্যা করেছে।

রবিবার দুপুরে পুলিশ ধামরাইয়ের বান্নল এলাকা থেকে কলেজ ছাত্রী শেফালী ও কেলিয়া এলাকা থেকে লাভনী বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তবে তারা কি কারণে আত্নহত্যা করেছে তা নিশ্চিত করতে পরেনি। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।

Exit mobile version