Site icon Jamuna Television

মশার কামড়ে কি করোনা ছড়ায়?

করোনাভাইরাস নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেই। সংকটে রয়েছে সারাদেশ। এর মধ্যে বেড়েছে মশার উপদ্রব। গত বছর ডেঙ্গুতে দেশে অনেক মানুষ প্রাণ হারায়। আর এই মশা নিয়ে এখন সাধারণ মানুষের মনে এক ভ্রান্ত ধারণার জন্ম নিয়েছে।

অনেকের মনে প্রশ্ন– মশার কামড়ে কি করোনা ছড়ায়? তবে এমন কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই যে, মশার কামড়ের মাধ্যমে করোনাভাইরাস একজনের দেহ থেকে অন্যের দেহে যেতে পারে। সুতরাং চিন্তার কিছু নেই।

বলাবাহুল্য, নতুন এই করোনাভাইরাস শ্বাসযন্ত্রকে আক্রমণ করে। আক্রান্ত মানুষের হাঁচি-কাশি, সংস্পর্শ ও থুতুর মাধ্যমেই তা অন্যের শরীরে প্রবেশ করে। তাই কারও এসব উপসর্গ দেখা দিলে দূরে থাকুন।

Exit mobile version