Site icon Jamuna Television

২০ নারী সঙ্গী নিয়ে থাই রাজার আইসোলেশন!

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে বিলাসবহুল হোটেলে ‘সেলফ আইসোলশনে’ রয়েছেন। তার সাথে পদস্থ কর্মচারীরা ছাড়াও সঙ্গে রয়েছেন ২০ জন রক্ষিতা। জার্মান ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড’ এমনটাই জানিয়েছে।

আরও জানা যায়, রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুক করেছেন।৬৭ বছর বয়সী এই রাজার সাথে ২০ জন রক্ষিতা এবং অসংখ্য চাকরবাকর আছেন। তবে রাজার সঙ্গে তাঁর চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি।

এদিকে রাজার এমন কাণ্ডে খেপেছেন থাই নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কড়া সমালোচনা।

তবে থাইল্যান্ডের আইন রয়েছে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল হতে পারে।

এদিকে থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন।

Exit mobile version