Site icon Jamuna Television

বগুড়ায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

বগুড়া ব্যুরো:
বগুড়া শহরে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ-চেষ্টার অভিযোগে বগুড়ায় এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বগুড়া সদর থানা পুলিশ গোপাল মোহন্ত নামের ওই যুবককে আটক করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, রোববার বিকেলে ওই শিশুটি বাড়ির সামনে খেলছিলো। এ সময় প্রতিবেশী গোপাল মোহন্ত তাকে পাশেই নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা সেখানে গেলে গোপাল দ্রুত সেখান থেকে সটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত গোপাল মোহন্তকে আটক করে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।

Exit mobile version