Site icon Jamuna Television

করোনা কেড়ে নিলো স্পেনের রাজকুমারীকে

করোনার প্রকোপে এবার শোকের ছায়া নামল স্পেনের রাজপরিবারে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে
মারা গেলেন স্প্যানিশ রাজকন্যা মারিয়া তেরেসা অব বরবন পারমা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনিই প্রথম রাজকীয় ব্যক্তি তিনি। গত ২৬ মার্চ ফ্রান্সের প্যারিসে মারা যান তিনি।

রাজকুমারী মারিয়া তেরেসার বয়স হয়েছিল ৮৬ বছর। ফেসবুকে মারিয়া তেরেসোর মৃত্যুর কথা ঘোষণা করেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ। তিনি জানান, সম্প্রতি মারিয়া টেরেসার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। সেই অবস্থায় শুক্রবার প্যারিসে মৃত্যু হয়েছে তার। শুক্রবার মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া টেরেসা ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্মগ্রহণ করেন। ফ্রান্সেই পড়াশোনা করেন তিনি। ইউনিভার্সিটি এব প্যারিস এবং মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে অধ্যাপনাও করেন। স্বাধীনচেতা এবং স্পষ্টবাদী হিসাবেই পরিবারে পরিচিত ছিলেন তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তার নিজের কোনও সন্তান নেই।

এর আগে, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস সম্প্রতি নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন তিনি।

Exit mobile version