Site icon Jamuna Television

মাস্ক না পরায় পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নড়াইলে মাস্ক না পরায় এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ভুলে বাড়ি থেকে মাস্ক না নেয়ায় পুলিশ সদস্যদের পিটুনির শিকার হন তিনি।

নির্যাতনের শিকার ব্যক্তি অভিযোগ করেন, গত ২৬ মার্চ সদরের শেখহাটি বাজারে যান তিনি। তবে ভুলে বাড়ি থেকে মাস্ক না নেয়ায় এসআই এনামুলের জেরার মুখে পড়েন। একপর্যায়ে টেনে-হিঁচড়ে, কিল-ঘুষি মারতে থাকে এনামুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পরে শেখহাটি ফাঁড়িতে নিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার প্রস্তাবও দেয়া হয়। বিষয়টি মিমাংসার চেষ্টা করে সদর থানা পুলিশ। পরে হাসপাতাল থেকে জোর করে বাড়িতে পাঠানো হয় ভুক্তভোগীকে। অবস্থার অবনতি হলে ফের ভর্তি করা হয় সদর হাসপাতালে।

Exit mobile version