Site icon Jamuna Television

গত শতকের স্প্যানিশ ফ্লুর পর এবার করোনাকে হারালেন শতবর্ষী বৃদ্ধ

গত শতকে স্প্যানিশ ফ্লুকে হারিয়ে এবার হারালেন করোনাভাইরাসকে। মহামারির এই সময়ে করোনা আক্রান্ত হয়েও পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বয়সের দৌড়ে শতক পার করা ইতালির এক বৃদ্ধ।

কয়েক সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মিস্টার পি’কে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই চিকিৎসকদের আন্তরিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন তিনি। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পান মিস্টার পি।

ইতালির উত্তর-পূর্ব অঞ্চলের রিমিনি শহরের বাসিন্দা ১০১ বছরের ওই বৃদ্ধ নিজেকে ‘মিস্টার পি’ হিসাবে পরিচয় দেন। গত শতকে স্প্যানিশ ফ্লু-এর সময়ে জন্মেছিলেন তিনি। ১৯১৮ সালের জানুয়ারি থেকে ১৯২০-র ডিসেম্বর পর্যন্ত এই মহামরিতে আক্রান্ত হয়েছিল ইটালি-সহ বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ। তাতে মৃত্যু হয়েছিল প্রায় ৫ কোটি মানুষের। সেই সময়ে স্প্যানিশ ফ্লু’র সাথে লড়াইয়ে জিতে আজও বেচে আছেন তিনি।

শহরের ডেপুটি মেয়র গ্লোরিয়া লিসি বলেন, ‘করোনার বিরুদ্ধে জয়ী হয়েছেন মিস্টার পি। শনিবার সন্ধ্যায় তার স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গিয়েছেন। এই ঘটনা থেকে বলা যায় করোনা আক্রান্ত করো সম্পর্কে কোন ভবিষ্যদ্বাণী করা যায় না।’

Exit mobile version