Site icon Jamuna Television

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে গোয়েন্দা পুলিশ বলছে, তার নাম আবু তাহের। তাকে জেলার শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান বলেও দাবি করেছে ডিবি।

গভীর রাতে সদরের গোমতি নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের ভাষ্য, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে তারা অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে ডাকাতদল। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় আবু তাহের। এসময় আহত হয় তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্রসহ আটক করা হয় এক ডাকাতকে। নিহত আবু তাহেরের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে।

Exit mobile version