Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় একদিনের বেতন প্রদান করেছে আনসার-ভিডিপি

বিশ্বজুড়ে বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি করেছে মহামারি করোনাভাইরাস। এর আঁচ পড়েছে বাংলাদেশেও। স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত দেশের নিম্নআয়ের মানুষকে আর্থিক সহায়তা এবং আক্রান্তদের চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে চেক হস্তান্তর করেছেন।

এর আগে, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনী।

Exit mobile version