
স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ:
করোনা ভাইরাসে নয়, জ্বর-কাশি ও শ্বাসকষ্টেই মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুচিত্রা সরকার (২৬)। আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ। সোমবার রাত ১০ টায় রিপোর্টটি হাতে পান তিনি।
সুচিত্রা সরকার হরিরামপুরের বলড়া ইউনিয়নের বড়ইচড়া গ্রামের নিতাই সরকারের স্ত্রী। সিভিল সার্জন জানান, জ্বর-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত সুচিত্রাকে রোববার সকালে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। তিনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য ওই দিনই নমুনা সংগ্রহ করা করে আইইডিসিআরে পাঠানো হয়।
পরে সেই পরীক্ষায় তার করোনা ভাইরাস ধরা পড়েনি। ওই দিন বিকেলে সুচিত্রা সরকারকে প্রশাসনের ব্যবস্থাপনায় বাড়ির পাশের একটি জায়গায় মাটি চাপা দেওয়া হয়েছে। বাড়তি সর্তকতার জন্য সুচিত্রার পরিবারসহ আশপাশের কয়েকটি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইন এবং বড়ইচড়া গ্রামকে লক ডাউন ঘোষণা করেন প্রশাসন।



Leave a reply