Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনায় কেড়ে নিলো ২৪ বাংলাদেশির প্রাণ

করোনাভাইরাসে একদিনের ব্যবধানে নিউইয়র্কে নতুনভাবে ১০ প্রবাসীসহ সবমিলিয়ে ২৪ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মানবজমিনের চিত্র সম্পাদক এবং প্রবাসী সাংবাদিক এম এ হাই স্বপন। এছাড়া রয়েছেন চট্টগ্রামের ইব্রাহিম খান।

কিশোরগঞ্জ থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত খালেদ হাসমতও একইদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। তাদের সবাই ষাটোর্ধ্ব। এ নিয়ে শহরটিতে ছোঁয়াচে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেলেন মোট ২৪ বাংলাদেশি। এদের মধ্যে পাঁচজনই নারী।

জানা যায়, মারা যাওয়া বেশিরভাগই বয়স্ক এবং বিভিন্ন রোগে ভুগছিলেন। এদিকে গেলো ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে ৫৬৫ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়ালো। সংক্রমণ ও প্রাণহানি সবচেয়ে বেশি নিউইয়র্কে।

Exit mobile version