Site icon Jamuna Television

ফেসবুক লাইভে আল্লামা শফীর দোয়া-মোনাজাত

করোনাভাইরাসসহ সব গজব ও রোগ থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

সোমবার দুপুর ২টায় হেফাজত আমীরের কার্যালয়ে হাটহাজারী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত দারুল উলুম হাটহাজারীর অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের শত শত মানুষ স্ব-স্ব স্থান থেকে ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত হন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আনাস মাদানীর সঞ্চালনায় শুরু হওয়া মুনাজাতে আল্লামা শফী বলেন, হে আল্লাহ, পুরো বিশ্ব থেকে করোনাভাইরাস উঠিয়ে নাও। আমাদেরকে সব গজব ও বালা-মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমাদের সব সমস্যা সমাধান করে দিন।

Exit mobile version