Site icon Jamuna Television

৩৬ ঘণ্টা পর চালু হলো রেল যোগাযোগ

বন্যায় ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের পৌলী রেলসেতু মেরামত কাজ শেষ হয়েছে। প্রায় ৩৬ ঘণ্টা পর চালু হয়েছে রাজধানীর সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল।

গতকাল থেকে একটানা কাজ করে আজ দুপুরের পর রেললাইনের মূল সংস্কার কাজ শেষ করে রেল কর্তৃপক্ষ। এরপর একটি ট্রেন বেশ কয়েকবার পরীক্ষামূলকভাবে চালানোর পর এটি চলাচলের জন্য খুলে দেয়া হয়। রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট ও খুলনা রুটের ট্রেনগুলো এখন থেকে স্বাভাবিকভাবে এই পথ দিয়ে চলাচল করতে পারবে। গতকাল রেলের পশ্চিমাঞ্চলের মহাপরিচালক জানিয়েছিলেন ২৪ ঘন্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। রেল কর্তৃপক্ষের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরাও সংস্কার কাজে যোগ দেন।

রোববার ভোরে পৌলী নদীর ব্রিজের প্রায় ৩০ ফুটের মতো মাটি সরে যায়। দ্রুত বন্ধ করে দেয়া হয় ট্রেন চলাচল। বাতিল করা হয় দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, রাজশাহী, সিরাজগঞ্জ ও খুলনা রুটের ট্রেনের যাত্রা।

/কিউএস

Exit mobile version